বগুড়ার গাবতলীতে ভুয়া ইউএনও গ্রেফতার

গাবতলী (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ায় প্রতারণার অভিযোগে জরিনা বেগম (২৮) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। সে ইউএনও পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল।

সোমবার দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার তেরপাখী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জরিনা ওই এলাকার বিকুল হোসেনের স্ত্রী।

জানা গেছে, গাবতলী উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বিপ্লব দাসের স্ত্রী চাকরি প্রার্থী বিনা রানীকে তার ব্যক্তিগত নাম্বারে কল দেন জরিনা বেগম। তখন জরিনা বেগম নিজেকে দিপ্তি রানী নামে একজন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পরিচয় দেন।

এসময় জরিনা বেগম এক লাখ টাকার বিনিময়ে বিনা রানীকে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসে মাস্টার রোলে অফিস সহকারী পদে চাকরি দেওয়ার কথা বলে।

গত বছরের ২১ নভেম্বর দুপুর ১২ টার দিকে জরিনা বেগম চাকরি প্রার্থী বিনা রানীর বাসায় গিয়ে ৪০ হাজার টাকা নিয়ে চলে আসেন।

এরপর এক মাস পর আবারো ৬০ হাজার টাকা দাবি করলে বিনা রানী আরও ৬০ হাজার টাকা জরিনার নগদ একাউন্টে প্রদান করে। পরে বিনা রানী চাকরির কথা জিজ্ঞাসা করলে জরিনা বেগম তিনমাসের মধ্যে নিয়োগ পত্র দেয়া হবে জানায়।

কিন্তু দীর্ঘদিনেও নিয়োগপত্র না পেয়ে বিনা রানীর স্বামী গাবতলী উপজেলা নির্বাহি কর্মকর্তা দপ্তওে খোঁজ নিয়ে জানতে পারে দীপ্তি রানী নামে কোনো কর্মকর্তা সেখানে নেই। তখন বীনা রানী প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে বিষয়টি সকলকে জানায়। এব্যাপারে এলাকায় গুঞ্জন তৈরী হলে আরও ৮জন এরকম প্রতারণার শিকার হয়ে ৪ লাখ ৩৩ হাজার টাকা হারিয়েছেন বলে জানায় ভুক্তভোগিরা। এসব ঘটনায় প্রতারণার শিকার ব্যক্তিরা থানায় অভিযোগ করলে পুলিশ জরিনা বেগমকে গ্রেফতার করে।

গাবতলী মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত নারী একজন প্রতারক। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।