বগুড়ার গাবতলীতে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৯

গাবতলী (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার গাবতলীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মহিলাসহ ১৯ জন আহত হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

জানাগেছে, বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের সাহাবাসপুর শেখপাড়া গ্রামে গত ২৪ জুন বিকেলে স্থানীয় গ্রামবাসী এক ফুটবল খেলার আয়োজন করেন। এ খেলাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডার সৃষ্টি হয়। এরই জের ধরে গত ২৫ জুন দুপুরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এঘটনায় আহতরা হলো- শেখপাড়া গ্রামের জাহিদুলের শেখ ছেলে মোশারফ শেখ (২৫), ইসলাক শেখের ছেলে কোরবান শেখ (৫৬), কোরবান শেখের স্ত্রী স্বপ্না (৫০), বাচ্চু শেখের মেয়ে স্বপ্না (২৩), বাচ্চুর ছেলে কান্টা (২৪), সুমন (২৬), রাশেদুলের ছেলে নাদেম (২২), কোরবানের ছেলে জোবাইদ (২৩), টুনু শেখের ছেলে নুরআলম শেখ (৩০), আয়াদালি ছেলে মোমিন (২৬), মগর আলীর ছেলে সাখাওয়াত শেখ (৫৫), আবেশ আলীর ছেলে তরিকুল ইসলাম (৪২), ধলু শেখের ছেলে মুন্নু শেখ (৫০), মুন্নু শেখের স্ত্রী পপি খাতুন (৩৫), ইমারত আলীর ছেলে জিয়াউল হক (৪০), টুটুল শেখ (৪৩), আলীম শেখের ছেলে মহিফুল ইসলাম (৩৫), শেকুল শেখের স্ত্রী মোছাঃ সবুজা বেগম (৩৫) ও টিপলু শেখের ছেলে শাক্কু (১৯)।