বগুড়ার শেরপুরের হোটেল সুপার সাউদিয়াকে জরিমানা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি, অনুসন্ধানবার্তা:
এক মাস সিয়াম সাধনা শেষে আসে ঈদ-উল-ফিতর। এই ঈদে বাহারী রকমের খাবারে মধ্যে অন্যতম খাবার হলো লাচ্ছা, সেমাই। এই লচ্ছা সেমাই তৈরীতে চলছে নানা রকম ফাঁকিবাজি। এমন ফাঁকির তালে স্বাস্থ্য ঝুকতে পড়ছে ভোক্তারা।

ভোক্তাদের কাছে বিশুদ্ধ খবার পৌছানোর লক্ষে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছা: সাবরিনা শারমিন।

এ সময় ঘি দিয়ে লাচ্ছা না ভেজে ঘি‘য়ের ফ্লেভার ব্যবহার করায় শেরপুরের স্বনামধন্য হোটেল সুপার সাউদিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা: সাবরিনা শারমিন বলেন, পৌর শহরের হাটখোলা রোডস্থ হোটেল সুপার সাউদিয়ার কারখানায় অভিযান চালিয়ে দেখা যায়, তারা ঘি দিয়ে লাচ্ছা না ভেজে ঘি‘য়ের ফ্লেভার স্প্রে করছে। এমন কর্মকান্ড করায় হোটেল মালিককে জরিমানা করা হয়েছে। জেনে বুঝে এ সকল অসাধূ ব্যবসায়ীরা সাধারণ মানুষকে ঠকাচ্ছে। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।