ধর্ষণ মামলা হওয়ায় বগুড়ার সোনাতলা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বহিস্কার

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা: বগুড়া
বগুড়ার সোনাতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন কুমার ঘোষের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের হওয়ায় তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

বুধবার (১০ আগষ্ট) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

এরআগে গত মঙ্গলবার (১০) বিকেলে এক গৃহবধূ ধর্ষণের অভিযোগে সুজন কুমার ঘোষের বিরুদ্ধে সোনাতলা থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত ছাত্রলীগ নেতা সুজন কুমার ঘোষ নামাজখালী গ্রামের সুভাষ ঘোষের ছেলে।

মামলাসূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ দুই সন্তানের জননী। তার স্বামী বগুড়া শহরে শ্রমিকের কাজ করেন। প্রতিদিন কাজের কারনে সকালে বাড়ি থেকে বের যান ও রাতে বাড়িতে ফেরেন। এই সুযোগে ছাত্রলীগ নেতা সুজন গত তিন বছর ধরে ওই গৃহবধুকে ধর্ষণ করে আসছেন।

বিষয়টি গোপন রাখার জন্য তিনি দলীয় প্রভাব খাটিয়ে ওই নারীকে হুমকি দিয়ে আসছিল। গত ২৫শে জুলাই সুজন ওই গৃহবধূকে আবারো ধর্ষণ করেন।

একপর্যায়ে ওই নারী তার স্বামীকে ঘটনার বিস্তারিত খুলে বলেন। পরে মঙ্গলবার সোনাতলা থানায় ওই নারী (৩০) বাদী হয়ে ধর্ষন মামলা দায়ের করেন।