বগুড়ায় অবৈধভাবে মজুত ২২ হাজার বস্তা সার জব্দ

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা: বগুড়া
বগুড়ায় সদরের এরুলিয়া বাজার এলাকায় একটি গুদামে অবৈধভাবে মজুত করা প্রায় ২২ হাজার বস্তা রাসায়নিক সার জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় সার মজুতকারী নাজমুল পারভেজ কনককে সেখানে পাওয়া যায়নি। পরে ওই গুদামটি সিলগালা করা হয়েছে।

রোববার (০৭আগষ্ট) রাত ১১ টার দিকে সেখানে ভ্রাম্যমান অদালতের অভিযান পরিচালনা করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল। এ সময় দুটি ট্রাকও জব্দ করা হয়েছে।

সারের মালিক নাজমুল পারভেজ কনকের বগুড়া শহরের বড়গোলা এলাকায় ফ্রেন্ডস ট্রেডার্স নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

জানাগেছে, কনকের এক আত্মীয় করিমের কারখানায় এই সারগুলো অবৈধভাবে গত এক মাস যাবত মজুর করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমর কুমার পাল জানান, বগুড়া সদরে ২২ জনের নামে সারের ডিলারশীপ রয়েছে। এর মধ্যে নাজমুল পারভেজ কনকের কোন নাম নেই।

তিনি আরও জানান, গুদামে আনুমানিক ১২ থেকে ১৫ হাজার বস্তা ভালো সার ছিল। এ ছাড়াও ৫ থেকে ৭ হাজার বস্তা নষ্ট সারও ছিল। সারগুলো ছিল ইউরিয়া ও ডিএপি। উক্ত সার জব্দ করার পর ওই গুদাম সিলগালা করা হয়েছে। সেখানে দাড়িয়ে থাকা সার বোঝাই দুটি ট্রাকও আটক করা হয়।