বগুড়া শহরের আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৭ জন নারী ও ৬ জন পুরুষ খদ্দেরকে গ্রেফতার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়া শহরের আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৭ জন নারী ও ৬ জন পুরুষ খদ্দেরকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বগুড়া শহরের গালাপট্টি এলাকার আমির গেষ্ট হাউস আবাসিক হোটেল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- হোটেল ম্যানেজার মোহাম্মাদ আপেল (৩০), খদ্দের রবিউল ইসলাম (২২), নূর আলম (৩৮), রেজা পাইকার (৫০), সুমন বাবু (৩২), রনি (২৪), শিরিন (২০), বর্ষা (২০), লিজা (২০), সেতু (২১), সাথী (২৬), রিতু (২০) এবং সুমি (৩০)।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, সরকারি জরুরী সেবা ৯৯৯ নম্বর থেকে ফোন পাওয়ার পর ওই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৬ জন পুরুষ ও ৭ জন নারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের থানা হেফাজত থেকে আদালতে সোপর্দ করা হয়েছে।