বগুড়ায় করোনা ভাইরাসে আরো ১১ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ায় করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে।

জেলার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে ৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়ে এবং অন্য সাতজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

শুক্রবার (২০ আগস্ট) এক অনলাইন প্রেস ব্রিফিংয়ে বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বগুড়া জেলায় নতুন করে আরও ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ১৪ দশমিক ৭৭ শতাংশ। তবে গতদিনের চেয়ে সংক্রমণ সামান্য কমেছে। এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১০৯ জন।

ডাঃ সাজ্জাদ-উল-হক আরো জানান, করোনায় মারা যাওয়া ৪ জনের মধ্যে ৩ জন বগুড়ার বাসিন্দা।

তারা হলেন, শাজাহানপুর উপজেলার মাজেদা বেগম (৫৫), গাবতলীর মাহবুবুর রহমান (৬২) এবং সদরের সান্ত্বনা খাতুন (৩৪)। এছাড়া বাকি একজন গাইবান্ধা জেলার বাসিন্দা।

ডা. সাজ্জাদ জানান, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২০ হাজার ৫৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯হাজার ৪৬৪জন এবং ৪৯০জন চিকিৎসাধীন রয়েছেন। আর এপর্যন্ত জেলায় মোট মৃত্যু হয়েছে ৬৩৫ জনের।