বগুড়ায় র‌্যাবের অভিযানে বিট কয়েন ব্যবসার প্রতারনা চক্রের চার সদস্য আটক

বগুড়া প্রতিনিধি :

বগুড়ায় ইন্টারনেটে বিট কয়েন ব্যবসার নামে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাব-১২ এর একটি দল।

বুধবার (১৮ আগস্ট) দুপুরে বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার পোতাট্টি বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় তাদের কাছ থেকে প্রায় ৬ লক্ষাধিক টাকা, প্রতারণার কাজে ব্যবহৃত কম্পিউটার ও কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

অভিযানে গ্রেফতারকৃতরা হলো- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কোল গ্রামের গোলাম মোস্তফার ছেলে ইসমাইল হোসেন ফিরোজ, একই গ্রামের আবু সাঈদের ছেলে রুহুল আমিন বিকাশ, পোতাট্টি গ্রামের মকবুল হোসেনের ছেলে মাসুদ রানা ও একই গ্রামের তৈয়ব মীরের ছেলে মাইনুল ইসলাম।

র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে ঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন (জি) বিএন জানান, গোপন তথ্যের ভিত্তিতে দুপচাঁচিয়া উপজেলার পোতাট্টি বাজারে অবস্থিত এনজেড রোবোট্রেড লিমিটেড নামের এলএমএল ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা ওই প্রতিষ্ঠানের মাধ্যমে বিট কয়েনের ব্যবসায় দীর্ঘদিন হলো লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলা দায়ের শেষে থানায় সোপর্দ করা হবে।