নিজস্ব প্রতিবেদক: অনুসন্ধানবার্তা :
বগুড়ায় ১টি বিদেশী পিস্তল ও ১ রাউন্ড গুলি সহ মিথুন খান ওরফে মিথুন বিহারী ওরফে লিটন বিহারী (৩৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার (৭ মার্চ) রাতে বগুড়া সদর থানাধীন উপশহর-ওয়াবদাগামী পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত লিটন বিহারী বগুড়া সদর থানাধীন চক নাটাইপাড়া এলাকার মৃত নেহাল খান ওরফে নেহাল বিহারীর ছেলে।
বগুড়া ডিবির ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ জানান, মিথুন খান ওরফে মিথুন বিহারী ওরফে লিটন বিহারীর বিরুদ্ধে খুনসহ ডাকাতি, অপহরন, মাদক ও একাধিক চাঁদাবাজি মামলা রয়েছে। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ১ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।