বগুড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী
বগুড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী

বগুড়া প্রতিনিধি:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বগুড়া শহরের টিনপট্টি এলাকায় রওশন শাহ কওমী মাদ্রাসা মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) বাদ জোহর বগুড়া জেলা জেলা শ্রমিকদলের উদ্যোগে দোয়া মাহফিল শেষে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং জিয়া পরিবার সহ দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম বাদশা, বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলী আজগর তালুকদার হেনা, সাবেক ছাত্রনেতা বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম.আর ইসলাম স্বাধীন, কে,এম, খাইরুল বাশার, শেখ তাহা উদ্দিন নাহিন, শহিদ-উন-নবী সালাম, ওয়ার্ড বিএনপি নেতা মুরাদ, যুবদল নেতা- আঃ বারী, বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি আঃ ওয়াদুদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইদুল কবির, নির্মাণ শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, বগুড়া জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সামছুল আজম খোকন, বগুড়া শহর শ্রমিক দলের সভাপতি ও জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক লিটন শেখ বাঘা, বগুড়া জেলা শ্রমিক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, শমসের আলী, মোহাম্মদ আলী, শফিকুল ইসলাম শফিক, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন জামাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ-আল-মামুন, প্রচার সম্পাদক আল আমিন খন্দকার।

আরো উপস্থিত ছিলেন, বগুড়া শহর শ্রমিক দলের সহ-সভাপতি দিদার হোসেন শাহিন, সাংগঠনিক সম্পাদক মাফরুজ্জামান ওমেক্স, মুক্তার হোসেন, দপ্তর সম্পাদক আল আমিন হোসেন, প্রচার সম্পাদক আঃ মোমিন, হোটেল শ্রমিক দলের সভাপতি সাদেক আলী, নির্মাণ শ্রমিক দলের আহ্বায়ক বেলাল মন্ডল, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, বগুড়া জেলা যুব শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, সদস্য সচিব নূর আমিন সরকার, রিক্সা-ভ্যান শ্রমিক দলের সিনিঃ সহ সভাপতি আঃ হান্নান, রিক্সা শ্রমিক নেতা ইলিয়াস হোসেন, সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক পবিত্র প্রাং, জেলা শ্রমিক দল নেতা- আঃ সোবহান পুটু, আঃ হান্নান, সেলিম, শাহাদৎ হোসেন, উজ্জ্বল, খোরশেদ, জিল্লুর রহমান, মিজানুর রহমান, আঃ মজিদ, ওয়াসিম, আঃ রহমান, ইউনুছ আলী, তোরাব আলী, হযরত আলী, আঃ আলিম সহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।