বগুড়ায় হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল জব্বার (৬২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার মামলায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এই মামলা ৬ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। রায় ঘোষনা সময় ১৫ জনের মধ্যে ২ জন আসামী আদালতে অনুপস্থিত ছিল।

বুধবার (০৩আগষ্ট) দুপুরে বগুড়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাবিবা মন্ডল এই রায় ঘোষনা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামীরা হলো- বগুড়া সদর উপজেলার চালিতাবাড়ি নগরকান্দি গ্রামের ইসমাইল হোসেন ওরফে ইউনুছ, তার দুই ছেলে জাকির মিয়া ও মাসুদ মিয়া এবং একই গ্রামের আব্দুল খালেক, ইনতাজ আলী, সুলতান মোল্লা,মানিক মিয়া ও আব্দুল গফুর।

ঘোষনার সময় কারাদণ্ডপ্রাপ্ত ৯ জন আসামীর মধ্যে মানিক মিয়া ও আব্দুল গফুর পলাতক ছিলেন। মামলাটি বাদী পক্ষে পরিচালনা করেন অ্যাডভোকেট নাসিমুল করিম হলি এবং আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু ও বিনয় কুমার দাস বিশু।

মামলার বাদী মোহাম্মদ সাজু জানান, নিহত আব্দুল জব্বার তার বড় ভাই। ২০০৮ সালের ২০ জুন দুপুরে শাখারিয়া ইউনিয়নের নুরইল বিল এলাকায় বিরোধপুর্ন জমি মাপের কাজ চলছিল। এসময় আসামীরা ধারালো অস্ত্র দিয়ে তার বড় ভাই আব্দুল জব্বারকে কুপিয়ে হত্যা করে।

এঘটনায় তিনি (সাজু) বাদী হয়ে ১৫ জনের নামে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।