বগুড়ায় ২৮৫ পিস ইয়াবা ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

সোমবার দিবাগত রাতে বগুড়া ডিবির ইনচার্জ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে একটি দল বগুড়া সদর থানাধীন বড় সরলপুর বামনপাড়া চারমাথা এলাকার মেহেরুল ইসলাম পিনুর ভাড়া বাড়ির মুরগীর ফার্ম থেকে ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- বগুড়া সদর থানাধীন চিংগাশপুর গ্রামের মোজাহার আলী খলিফা ওরফে আকবরের ছেলে শরিফুল ইসলাম ওরফে আরিফ (৩৮), বারপুর মধ্যেপাড়া মাটিডালি এলাকার সাহেব আলীর ছেলে বাপ্পি (৩৪), পলাশবাড়ি দক্ষিনপাড়া এলাকার লাল মিয়ার ছেলে সোহেল মিয়া (৩২), পলাশবাড়ি মুন্নাপাড়া এলাকার মৃত দুলু মিয়ার ছেলে সাইফুল ইসলাম ওরফে পিয়াস (২৪) ও বড় সরলপুর গ্রামের আয়েজ উদ্দীনের ছেলে ওমর ফারুক (৩২)।

গ্রেফতারকৃত আসামীদের মধ্যে শরিফুল ও বাপ্পির বিরুদ্ধে বগুড়া সদর থানা সহ অন্যান্য থানায় আরো ৬টি মাদক মামলা রয়েছে।

বগুড়া ডিবির ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার বগুড়ার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।