বঙ্গবন্ধুর আর্দশ বুকে ধারণ করে রাজনীতি করতে হবে :জেলা তাঁতীলীগ সভাপতি

এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :

বগুড়া জেলা তাঁতীলীগের সভাপতি মো. নুরুজ্জামান সোহেল বলেন, তাঁতীলীগের নেতাকর্মীদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশ বুকে ধারণ করে সামনে দিকে এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, আমরা তাঁতীলীগ করি সবসময় আমাদের মাথায় রাখতে হবে কি ভাবে তাঁতীলীগ সংগঠনকে শক্তিশালী করা যায়।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে বগুড়ার কাহালু দলীয় কার্যালয়ে কাহালু উপজেলা তাঁতীলীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, কাহালু উপজেলা তাঁতীলীগের সভাপতি শাহিন ফকির।

কাহালু উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক বাবু কবিরাজের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বগুড়া জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান রাজন, সহ-সভাপতি আল আমিন, সাব্বির হোসাইন সবুজ, সাংগঠনিক সম্পাদক আপেল মল্লিক, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লুৎফর রহমান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাদিম হোসেন,

কাহালু উপজেলা তাঁতীলীগের সহ-সভাপতি আব্দুল করিম, আব্দুল বাকী, শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আতায়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আতিক সহ উপজেলা তাঁতীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।