বগুড়ায় বজ্রপাতে ৬ জুয়াড়ি আহত

সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড়ে বজ্রপাতে ৬ জুয়াড়ি আহত হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে।

রবিবার বিকাল ৪ টার দিকে মহাস্থানগড় উত্তরপাড়ার মোবারকের চাপর নামক বাগানে এই ঘটনা ঘটে।
সরেজমিনে জানা গেছে, রবিবার সকাল থেকে মহাস্থানগড় উত্তরপাড়ার মোবারকের চাপর নামক বাগানে এলাকার কিছু যুবক জুয়া খেলা শুরু করে। হঠাৎ করে বিকালে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। কিন্তু জুয়াড়িরা খেলায় মগ্ন থাকা অবস্থায় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে ৬ জুয়াড়ি আহত হয়।

আহতরা হলো- জালুর ছেলে জুয়েল, শফিকুলের ছেলে সুমন, আইয়ুবের ছেলে মোমিন, কিয়ামতের ছেলে এলিম, আলাউদ্দিনের ছেলে রব্বানী ও মৃত আবুলের ছেলে মন্টু। এদের মধ্যে সুমন, এলিম ও রব্বানীকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

এব্যাপারে রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি বলেন, জুয়া খেলার সময় বজ্রপাতে ৬ যুবক আহত হয়েছে। এদের মধ্যে ৩ জনকে বগুড়া শজিমেকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।