ইমরান হোসেন ইমন, অনুসন্ধানবার্তা :
দেশব্যাপি উদযাপিত হতে যাচ্ছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে বর্ণিল সাঁজে সাজানো হচ্ছে বগুড়ার ধুনট উপজেলা সদরের মুজিব চত্বর ও আশপাশ এলাকা।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও আলোকসজ্জা দিয়ে দৃষ্টিনন্দন ভাবে সাজানো হচ্ছে।

সোমবার ধুনট উপজেলা সদরের মুজিব চত্বর এলাকায় দেখা যায়, কামরুল ইসলাম নামে এক আর্টিস্ট মুজিব চত্বরের দেয়ালে দেয়ালে স্বাধীনতাকামী মানুষের আত্মত্যাগের চিত্র আঁকছেন।

৭১ এর মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতাকামী মানুষের দেশ প্রেমের জন্য জীবন উৎসর্গের চিত্র।

তিনি তার নিপুন হাতের কারুকার্যে ফুটে তুলেছেন সেই ৭১ এর মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতাকামী মানুষের দেশ প্রেমের জন্য জীবন উৎসর্গের চিত্র। শিশু সন্তানকে কোলে নিয়ে এক নারী যোদ্ধার জীবন সংগ্রামের চিত্রও ফুটে উঠেছে ধুনটের মুজিব চত্তরের দেয়ালে।

এছাড়াও মুজিব চত্বরের পুকুর পাড়ে ইংরেজীতে ‘আই লাভ বঙ্গবন্ধু’ লেখা সম্বলিত বিলবোর্ডও লাগানো হয়েছে।

বর্ণিল সাঁজে সাজানো হচ্ছে ধুনটের মুজিব চত্বর

ধুনটের ভরনশাহী মডেল সদর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান বলেন, ধুনটের ইউএনও সঞ্জয় কুমার মহন্তের সম্মিলিত প্রচেষ্টায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য বর্ণাঢ্য আয়োজন করা হচ্ছে।

তবে মুজিব চত্তরের দেয়ালে আঁকা স্বাধীনতার সেই সব চিত্রগুলো নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মনে দেশ প্রেম জাগ্রত করবে।

বর্ণিল সাঁজে সাজানো হচ্ছে ধুনটের মুজিব চত্বর

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত জানান, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন করতে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।