বিজয় দিবসে পতাকা লাগাতে গিয়ে বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বিজয় দিবসে জাতীয় পতাকা লাগাতে গিয়ে বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মসজিদের এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে সারিয়াকান্দি উপজেলার দীঘলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাফি রহমান ওই গ্রামের মাহফুজার রহমানের ছেলে। এছাড়া এঘটনায় গুরুতর আহত তার মাহফুজার রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

সারিয়াকান্দি থানার এসআই খোকন চন্দ্র দাস এতথ্য নিশ্চিত করে জানান, দীঘলকান্দি জামে মসজিদের মুয়াজ্জিন মাহফুজার রহমান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সকালে জাতীয় পতাকা লাগাতে মসজিদের ছাদে ওঠেন। সেখানে লোহার রডের সাথে পতাকা বাঁধতে গিয়ে হঠাৎ করে পা পিছলে পাশে থাকা বৈদ্যুতিক তারের উপর পড়ে গিয়ে বিদ্যুতায়িত হন মাহফুজার।

এসময় তার ছেলে শাফি তাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় মাহফুজার রহমানকে উদ্ধার করে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকায় পায়িছে স্বজনেরা। অবস্থা আশংকাজনক।