কাজিপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আবু তৈয়ব সুজয়, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
কাজিপুরে কৃষি প্রণোদনার আওতায় ২০২১-২০২২ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৩’এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি অফিসে উপজেলার ৬’শত কৃষকের মধ্যে প্রণোদনার মধ্যে ছিল জনপ্রতি ৫’কেজি উফসী আউশ ধান বীজ, ২০’কেজি ডিএপি ও ১০কেজি এমওপি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শূভজিৎ রায়, ফয়সাল আহম্মেদ প্রমূখ।

উল্লেখ্য, একই অনুষ্ঠানে ৫০% ভর্তুকিতে দুইটি কম্বাইন্ড হার্বেস্টার বিতরণ করা হয়েছে।