ধুনটে বড় ভাইয়ের হামলায় ব্যবসা হারিয়ে ছোট ভাইয়ের বিষপানে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলায় বড় ভাইয়ের হামলায় ব্যবসা হারিয়ে নিস্ব হয়ে ক্ষোভে-দু:খে দুলাল হোসেন (৩৩) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। নিহত দুলাল হোসেন ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের সেহুলিয়াবাড়ি এলাকার হোসেন আলীর ছেলে।

স্থানীয়সূত্রে জানাযায়, হোসেন আলীর বড় ছেলে শহিদুল ইসলাম প্রায় ২ বছর আগে মথুরাপুর বাজারে একটি মুরগীর মাংসের দোকানের পজিশন কিনে নিয়ে ছোট ভাই দুলাল হোসেনের কাছে বিক্রি করে ঢাকায় চলে যান।

কিন্তু সম্প্রতি শহিদুল ঢাকা থেকে এসে ছোট ভাই দুলালের কাছে আরো টাকা দাবি করে। কিন্তু দুলাল টাকা দিতে অস্বীকার করলে শনিবার (১৯মার্চ) দুপুরে বড় ভাই শহিদুল ইসলাম, তার ছেলে মিঠু ও শ্যালক মিলন সহ তাদের লোকজন দোকানে হামলা চালায়। একপর্যায়ে তারা দুলালকে মারধর করে দোকান থেকে বের করে দেয়।

গোপালনগর ইউনিয়নের মেম্বার সম্রাট হোসেন জানান, বড় ভাই শহিদুল তাকে মারধর করে চলে যাওয়ার ২ ঘন্টা পর দুলাল বাড়ি ফেরার পথে সে হঠাৎ মাটিতে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বগুড়ায় নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। তিনি আরো জানান, দুলাল তার সর্বস্ব বিক্রি করে বড় ভাইয়ের কাছ দোকানটি কিনেছিলেন। কিন্তু ভাই তার কাছে আরো টাকা দাবি করায় এবং মারধর করে টাকা ছিনিয়ে নেয়। আর এতেই হয়তো সে ক্ষোভে, দু:খে বিষপান করে।

এব্যাপারে ধুনট থানার এসআই রুহুল আমিন খান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।