শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় হাসপাতাল সংলগ্ন বেসরকারিভাবে পরিচালিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। শনিবার (২৮মে) এই অভিযান পরিচালনা করেন কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল।
তিনি উপজেলা স্বাস্থ্য কমপেক্সের সামনে অবস্থিত যমুনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, আলফা ডায়াগনস্টিক সেন্টার, উপজেলা সদরে অবস্থিত কাজিপুর ডায়াগনস্টিক সেন্টার এবং সোনামুখীতে নিউ হেলথ কেয়ার ক্লিনিক ও ফারুক আল নাসির ওয়েলফেয়ার হাসপাতালে অভিযান পরিচালনা করেন।
এসময় তিনি সরকারের নির্দেশনা অনুযায়ী যমুনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে স্বাস্থ্যকমপেক্সের দুইশ গজের বাইরে সরানোর জন্যে এক মাসের সময় দেন।
এছাড়া অন্য ডায়াগনস্টিক সেন্টারগুলোকে সরকারী বিধি মেনে চলার পরামর্শ দেন। এসময় সোনামুখী ফারুক আল নাসির ওয়েলফেয়ার হাসপাতালটির কাগজপত্র অনুযায়ী লোকবল এবং প্যাথলজির কোন প্রশিক্ষিত টেকনিশিয়ান না থাকায় হাসপাতালটি বন্ধের নির্দেশ দেন।
অভিযানকালে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সের মেডিকেল অফিসার ডাঃ জাকারিয়া সহ কাজিপুর থানা পুলিশ।
অভিযান বিষয়ে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন বলেন, সরকারী নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে ক্লিনিকগুলোকে বিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে। তা না হলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।