আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে বোমা হামলার দায় স্বীকার করলো আইএস

অনুসন্ধানবার্তা ডেস্ক :

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

বৃহস্পতিবার রাতে আইএস তাদের নিজস্ব বার্তা সংস্থার মাধ্যমে এ হামলার দায় স্বীকার করে। তারা ওই আত্মঘাতীর ছবিও প্রকাশ করেছে।

আইএস-এর বার্তা সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবারের ভয়াবহ ওই হামলায় এখন পর্যন্ত অন্তত ১৩ জন মার্কিন সেনাসহ ৯০ জন মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪০ জনেরও বেশি মানুষ। হতাহতদের মধ্যে রয়েছেন বেসামরিক আফগান নারী ও শিশুরাও।

এদিকে প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি রয়টার্সকে বলেন, ‘এক মুহূর্তের জন্য আমি ভাবলাম আমার কানের পর্দা ফেটে গেছে। শ্রবণশক্তি হারিয়ে ফেলেছি। ঝড়ের মতো পলিথিনের ব্যাগগুলো উড়তে থাকে। মানুষের লাশ এবং শরীরের অংশ বাতাসে ভাসতে দেখেছি। মৃতদেহ, শরীরের অঙ্গ, বৃদ্ধ এবং আহত নারী-পুরুষ ও শিশুদের ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেছি।’

হামলার দায় স্বীকার করে আইএস জানায়, তাদের আত্মঘাতী হামলকারী মার্কিন অনুবাদক ও সহযোগীদের ভীড়ের মধ্যে যেতে সক্ষম হয়। কাবুল বিমানবন্দরের ব্যারক ক্যাম্পের পাশে গিয়ে সে তার আত্মঘাতী হামলাটি চালায়।

অবশ্য ‘আইএস’ তালেবানেরও পুরনো শত্রু। তারা দেশের বর্তমান অরাজক পরিস্থিতির সুযোগ নিয়ে এই হামলা চালিয়েছে।