ব্র্যাকের শক্তি-৩ জাতের ধান কর্তন সহায়তা কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের হাইব্রিড শক্তি-৩ জাতের ধান কর্তন সহায়তা কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১০ মে) সকালে কাজিপুরের সোনামুখি গ্রামের কৃষক সাইদুর রহমানের জমিতে ওই কর্মসূচি পালিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের বগুড়ার আঞ্চলিক ব্যবস্থাপক কৃষিবিদ সেলিম উর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন, টেরিটরি সেলস অফিসার মাহাবুব আলম, ব্র্যাক সিডের ডিলার বাবুল আক্তার বাবুসহ গণমান্য ব্যক্তিবর্গ।

ব্র্যাকের শক্তি-৩ জাতের ধান
কর্মসূচিতে কৃষক সাইদুর রহমান বলেন, ১০০ শত জমিতে ব্র্যাকের শক্তি-৩ জাতের হাইব্রিড ধান চাষ করেছিলাম। ৩৩ শতক জমিতে ৩৬ থেকে ৩৮ মন ধান পেয়েছি। এই ধান চাষে তেমন কোন রোগবালাই না থাকায় কম খরচে চাষ করতে পেরে আমরা অনেক খুশি।