পলাশবাড়ীতে প্রিজাইডিং অফিসারের অনিয়ম : ভোট পুণ:গণনার দাবি

শাহারুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আসমতপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগে পূনরায় ভোট গণনার জন্য দাবি করেছেন সাধারণ সদস্য পদপ্রার্থী টিউবওয়েল প্রতীকের নওশা মিয়া।

রবিবার (২ জানুয়ারী) সকালে পলাশবাড়ী উপজেলা নির্বাচন অফিসার বরাবরে তিনি লিখিতভাবে এই অভিযোগ দাখিল করেন।

অভিযোগসূত্রে জানাযায়, গত ২৬ ডিসেম্বরে ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদপ্রার্থী টিউবওয়েল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন নওশা মিয়া। ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের অনিয়ম তুলে ধরে উক্ত ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আসমতপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ফলাফল স্থগিত করে পূনরায় ভোট গণনার দাবী জানান। নওশা মিয়া লোকমানপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

এ অভিযোগ দায়েরের পর তিনি পূর্ণরায় ভোট গণনার জন্য উপজেলা নির্বাচন অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন।