ভ্রাম্যমাণ আদালতে ৯ ব্যবসায়ীর জরিমানা
কাহালুর দূর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতে ৯ ব্যবসায়ীর জরিমানা

এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি:

করোনা ভাইরাস প্রতিরোধে বগুড়া জেলা প্রশাসকের নির্দেশনা অমান্য করে কাহালুর দূর্গাপুর বাজারে সন্ধ্যা সাড়ে ৭ টার পর দোকান খুলে রাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯ জন দোকানদারের ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো: মাছুদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ যাকারিয়া রানা, কাহালু থানার এস আই মেহেদী হাসান সহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো: মাছুদুর রহমান জানান, বগুড়া জেলা প্রশাসক স্যারের নির্দেশনা বাস্তবায়ন করতে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, মাস্ক ব্যবহার না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এমনকি ভ্রাম্যমাণ আদালতে তাদের জেল-জরিমানাও করা হবে।