কাহালুতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি শুভ সূচনা হয়।

এরপর উপজেলা চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কাহালু পৌরসভা, বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠন, উপজেলা বিএনপি ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল সহ অঙ্গ সহযোগী সংগঠন, কাহালু মডেল প্রেস ক্লাব,

কাহালু সদর মোবাইল ব্যাংকিং রিলোড সংঘ, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজ, কাহালু টেকনিক্যাল এন্ড কমার্স কলেজ, কাহালু সরকারি মডেল বালিকা উচ্চ বিদ্যালয়, কাহালু তাইরুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সানরাইজ মডেল স্কুল সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

বৃহস্পতিবার সকালে কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা অনুষ্ঠানিক ভাবে উত্তোলন, কুচকাওয়াজ গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ), উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান ও কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন।

পরে বীর মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ), কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ লালু, রওশন আকতার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ময়নুল হক সরকার, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মিল্লাত হোসেন, কাহালু টেকনিক্যাল এ্যান্ড কমার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনুর রশিদ, বিয়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজের অধ্যক্ষ রাইসুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজিবর রহমান,

বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডঃ লিয়াকত আলী সরদার, ফজের আলী, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব এফ এম এ ছালাম, তাইরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন, কাহালু মডেল প্রেস ক্লাবের সভাপতি ইউনুস আলী টনি, সাধারণ সম্পাদক এম এ মতিন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশন কাহালু উপজেলার সকল প্রাক-প্রাথমিক শিক্ষা, সহজ কোরআন শিক্ষা ও বয়স্ক শিক্ষা কেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কাহালু মডেল মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন কাহালু ও নন্দীগ্রাম উপজেলার দায়িত্বপ্রাপ্ত ফিন্ড সুপার ভাইজার আলহাজ্ব মুহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, কাহালু রিসোর্স সেন্টার কাম-অফিসের কেয়ারটেকার আব্দুল বারী আকন্দ, সাধারণ কেয়ারটেকার আব্দুল বারী সহ শিক্ষকবৃন্দ।