মহাস্থান হাটের খাজনা আদায়ে তালিকা টাঙ্গালো প্রশাসন

সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মহাস্থান হাটের খাজনা আদায়ে তালিকা টাঙ্গিয়েছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (১০ মে) সকাল ১১ টার দিকে হাটের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এ তালিকা টাঙ্গানো হয়।

খাজনা আদায়ের এ তালিকা টাঙ্গানোর পর হাটের ক্রেতা বিক্রতাদের উদ্দেশ্যে সচেতনামুলক বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সহকারী কমিশনার (ভূমি) আজহার আলী, রায়নগর ইউপি চেয়ারম্যান ও হাট ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম শফি, ইউপি সদস্য আলমগীর হোসেন লালু, বেলাল হোসেন মন্ডল ও স্থানীয় ব্যবসায়ীদেও পক্ষে সিরাজুল ইসলাম প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবু রায়হান, ফারুক হোসেন, মহসিন আলী, সমাজ সেবক মোশারফ হোসেনসহ হাটের শতশত ক্রেতা বিক্রেতাগণ।