ধুনটে মাদ্রাসার ছাত্রকে পিটিয়ে জখম করলো শিক্ষক!

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী দারুস সালাম মদিনাতুল উলুম হাফেজিয়া এতিমখানা মাদ্রাসার তিন ছাত্রকে পিটিয়ে জখম করেছে এক শিক্ষক। সোমবার দুপুরে ওই মাদ্রাসার শ্রেণী কক্ষে এই ঘটনা ঘটে। এদিকে এই ঘটনায় ওই মাদ্রাসা শিক্ষকের শাস্তি দাবি করেছেন ছাত্রÑছাত্রী ও অভিভাবকেরা।

স্থানীয়সূত্রে জানাগেছে, সোমবার দুপুরে মাদ্রাসার শ্রেণী কক্ষে বন্ধুদের সঙ্গে ঝগড়া-ঝাটি করছিল গোসাইবাড়ী ইউনিয়নের মানিক পোটল গ্রামের পলাশ মিয়ার ছেলে মানিক মিয়া (০৯)। এসময় ওই মাদ্রাসা শিক্ষক শাহীন ক্ষিপ্ত হয়ে মানিক সহ তার সঙ্গে থাকা আরো দুই সহপাঠিকে লাঠি দিয়ে পেটাতে থাকে। তখন অন্য শিক্ষকেরা এসে ওই ছাত্রতের রক্ষা করে। এঘটনায় ছাত্র ও অভিভাবক সদস্যদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

আহত মাদ্রাসা ছাত্র মানিক মিয়ার বাবা পলাশ মিয়া বলেন, অন্যায়ভাবে তার ছেলেকে পেটানো হয়েছে। এঘটনার বিচার চান তিনি।

তবে এব্যাপারে অভিযুক্ত শিক্ষক শাহীন মাহমুদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

এব্যাপারে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত বলেন, মাদ্রাসা ছাত্রদের লাঠি দিয়ে পেটানোর বিষয়ে কোন অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।