কাজিপুরে মাসকলাইয়ের বাম্পার ফলন

শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
চলতি মৌসুমে মাসকলাই চাষ করে সফলতা পেয়ে কাজিপুর উপজেলার কৃষকেরা। মাসকলাইয়ের বাম্পার ফলনে কৃষকের মুখে হাঁসি ফুটেছে।

কাজিপুর উপজেলা কৃষি অফিসের দেয়া তথ্য অনুযায়ী চলতি বছর রেকর্ড পরিমান সাড়ে ৭শ হেক্টর জমিতে মাসকলাইয়ের চাষাবাদ হয়েছে। এর মধ্যে ৯৫০ জন কৃষককে প্রণোদনার মাসকলাইয়ের বীজ প্রদান করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এ বছর মাসকালাই চাষের জন্য অনুকুল আবহাওয়া থাকায় ফলনও ভালো হয়েছে ।

চরগিরিশ গ্রামের কৃষক ওমর আলী জানান, মাসকলাইয়ের জন্য ক্ষতিকারক মেন্দা পোকা না থাকায় ফলন খুব ভালো হয়েছে।

তিনি আরো জানান, প্রতি বিঘায় সাড়ে ৩ থেকে ৪ মন ফলন হয়ে থাকে। মাসকলাই চাষে জমিতে বোপনকালিন হাল চাষ ছাড়া আর কোন সার বা পরিচর্যার প্রয়োজন হয় না বলে খরচ কম হয়। ফলে লাভ বেশী হয়।

কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেজাউল করিম জানান, স্বল্প পুজি ও অল্প শ্রমে বেশী লাভ হয়। চরের জমি মাসকালাই চাষে উপযোগী হওয়ার কারণে কাজিপুরের কৃষকগণ চলতি মৌসুমে সরকারী ৯৫০ জন কৃষককে প্রণোদনার পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে ব্যাপকহারে মাসকলাই চাষাবাদ করেছে। প্রায় সবারই ফলন ভালো হয়েছে।