মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: নয়ন

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মাহমুদুল আলম নয়ন বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা ও শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের কারিগর আজকের শিক্ষার্থীরা। তারা আগামীর নেতৃত্ব দিবে, দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

রবিবার দুপুরে বগুড়ার শিবগঞ্জের গুজিয়া উচ্চ বিদ্যালয়ের ৬৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিষ্ঠানের সভাপতি ও বগুড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান সিজু’র সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টি এম আব্দুল হামিদ, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জেএম রউফ, শিবগঞ্জ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম।