বগুড়ায় র‌্যাবের চেকপোস্টে ৯৭ বোতল ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়ায় মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে ৯৭ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর একটি দল। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১২৩৫৮৫) জব্দ করে র‌্যাব। বুধবার সকাল ৭টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের গোদারপাড়া বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- বগুড়া সদর থানাধীন নিশিন্দারা পূর্ব খাঁ পাড়া এলাকার মৃত ইয়ার আলী শেখের ছেলে ড্রাইভার মমিন শেখ (৩৮) ও চক সূত্রাপুর এলাকার মৃত আমজাদের ছেলে সোবহান হোসেন (৪০)।

র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানীর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার সোহরাব হোসেন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ফেন্সিডিল এর বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

ভিডিও সংবাদ-