পলাশবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শাহারুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি:
আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রথমে একটি র‌্যালী বের হয়ে পলাশবাড়ী বধ্যভূমিতে গিয়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন শেষে আলোচনা সভায় মিলিত হয়।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম,

পলাশবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাসুদ রানা, ওসি (তদন্ত) রুপ কুমার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাতাব হোসেন, প্রকৌশলী তাহাজ্জদ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা আলতাব হোসেন, পৌর প্যানেল মেয়র আব্দুস সোবাহান, রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত, মহিলা আওয়ামীলীগ সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাসহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে শহীদদের আত্মার শান্তি ও দেশ জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মোস্তাফিজুর রহমান রাজা।