শিবগঞ্জে ধাওয়া পাল্টা-ধাওয়া ও ককটেল বিস্ফোরনের মধ্য দিয়ে ইউপি নির্বাচন সমাপ্ত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে। ২টি কেন্দ্রে সংঘর্ষের ঘটনায় ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৯টি ভোট কেন্দ্রে ৮২ টি বুথে সাধারণ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এদিকে সকাল অনুমান ১১ টার দিকে মুরাদপুর ভোট কেন্দ্রের বাহিরে ধাওয়া পাল্টা ধাওয়া ও ৮/১০ টি ককটেল বিস্ফোরিত হয় ও ১টি দোকান ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

এসময় গ্রামবাসী ও বহিরাগত লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এসব ঘটনায় মুরাদপুর গ্রামের মিছির উদ্দিন এর ছেলে আব্দুল গফুর (৪২), মুরাপুর গ্রামের সোহেল (৩০) আহত হয়। অপরদিকে গনেশপুর সরকার প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১টার দিকে বহিরাগত লোকজন মধ্যে সংঘর্ষ বাঁধে।

এসময় দোয়েল (৩৬) নামের এক যুবক ছুরিকাঘাতে আহত হয়। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ বিষয়ে নির্বাচন অফিসার আনিছুর রহমানের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।