শিবগঞ্জের ১১টি ইউনিয়নে আ’লীগের চেয়ারম্যান প্রার্থী সহ ৬০৯ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :
আসন্ন ১১ নভেম্বর বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে রবিবার বিকাল ৫টা পর্যন্ত চেয়ারম্যান পদে ৬৫ জন, ইউপি সদস্য পদে ৪০৪ জন, মহিলা সংরক্ষিত আসনে ১৪০ জনসহ মোট ৬০৯ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

তন্মধ্যে আওয়ামীলীগের ১১জন, জাপা ৩জন, স্বতন্ত্র ৫১জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ মুুহুর্তে আওয়ামীলীগ, জাতীয়পার্টি ও স্বতন্ত্র প্রার্থীসহ তাদের সমর্থকরা আনন্দঘন পরিবেশে মনোনয়ন পত্র জমা দেন।

ময়দায়হাট্টা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এস.এম রুপম, স্বতন্ত্র চেয়ারম্যান প্রাথীরা হলেন, আবু জাফুর মন্ডল, মোনায়েম আলম, সাদ্দাম হোসেন, আব্দুস ছামাদ, রমজান আলী ও মাহবুব মোরশেদ।

বিহার ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ মোনোনীত চেয়ারম্যান প্রার্থী মহিদুল ইসলাম, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মতিউর রহমান, সায়েম আলম ও জুলফিকার হাসেন শাওন, জহুরুল ইসলাম ঠান্ডু।

কিচক ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হলেন, এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা হলেন, শাহজাহান আলী, আব্দুল আলীম ও জাপা নেতা জামিরুল ইসলাম।

আটমূল ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত মিজানুর রহমান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মোজাফ্ফর হোসেন, বেলাল হোসেন ও জাপা নেতা নজরুল হোসেন বাসু।

শিবগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হলেন, শহীদুল ইসলাম শহিদ, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা হলেন, তোফায়েল আহম্মেদ সাবু, আব্দুল ওয়ারেছ আকন্দ, আবুবক্কর ছিদ্দিক, রাকিব আকন্দ ও শফিকুল ইসলাম শান্তু।

বুড়িগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হলেন, রেজাউল করিম চঞ্চল, জাপা নেতা বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন মন্ডল, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ওবাইদুর রহমান, আব্দুল মান্নান, সাইদুর রহমান ও আহছান হাবীব।

দেউলী ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হলেন, মোঃ জাহেদুল ইসলাম, স্বতন্ত্র চেয়ারম্যান প্রর্থীরা হলেন, মোঃ আঃ হাই প্রধান, মোঃ শাহজাহান আলী, সাজ্জাদ হোসেন সরকার, শহিদুর ইসলাম সরকার ও মোতাহার হোসেন।

মাঝিহট্ট ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হলেন, আঃ গফুর মন্ডল. স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা হলেন আকবর হোসেন তালুকদার, ময়েন উদ্দিন শেখ, মাহফুজার রহমান ও এসকেন্দার আলী।

পীরব ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হলেন, মোঃ আব্দুল করিম, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মোজ্জামেল হক, শামীমা আক্তার, আনোয়ার হুসাইন, আশিক মাহমুদ, মতিয়ার রহমান।

রায়নগর ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হলেন, শাহজাহান কাজী, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা তাজুল ইসলাম, শাহিন, হিরু।

সৈয়দপুর ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হলেন, মোঃ মহাতাব উদ্দিন, জাপা নেতা মোত্তালেব হোসেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মাহমুদ হোসেন তৌফিক, হুমায়ন কবির ও ছানোয়ারুল ইসলাম।

আওয়ামীলীগের মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আওয়মালীগের সদস্য ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু।

অপরদিকে রায়নগর ও বিহার ইউপির মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।