শিবগঞ্জে স্বাস্থ্য বিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ৯টি মামলায় ১ হাজার ৭৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২২ জানুয়ারি) শিবগঞ্জ পৌর এলাকার থানা মোড়ে ও উপজেলার রহবল বন্দর সহ বিভিন্ন এলাকায় ইউএনও উম্মে কুলসুম সম্পা’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচানা করে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম সম্পা জানান, করোনা সংক্রমণরোধে সরকার বিধি নিষেধ জারি করেছে। যারা এসব বিধিনিষেধ না মেনে চলাচল করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এরই অংশ হিসেবে শনিবার স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাস্ক না পরে রাস্তায় বের হওয়ার অভিযোগে ৯টি মামলায় ১ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।