শিবগঞ্জে ১০১ বোতল ফেন্সিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফেন্সিডিল মজুদ করার জন্য হিলি থেকে রাজধানী ঢাকা শহরে ১০১ বোতল ফেন্সিডিল নিয়ে যাওয়ার সময় বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

বুধবার (১৪ জুলাই) জয়পুরহাট-মোকামতলা সড়কের মোকামতলা ঈদগাহ মাঠ সংলগ্ন ব্রীজ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- দিনাজপুরের হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী মীম খাতুন (২৫), একই গ্রামের আব্দুল মতিনের স্ত্রী রহিমা খাতুন (২৭), একই গ্রামের ইয়াকুব আলীর স্ত্রী মেরিনা খাতুন (৩৫)।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, গ্রেফারকৃত নারী মাদক ব্যবসায়ীরা হিলি থেকে ফেন্সিডিল নিয়ে ঢাকায় যাবার সময় মোকামতলা ঈদগাহ মাঠ এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ১০১ বোতল ফেন্সিডিল সহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে।