শেরপুর (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়া শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা সুলতানাকে অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা। স্থানীয় সাংবাদিকদের নিয়ে বিরূপ মন্তব্য করায় সোমবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় সম্মিলিত সাংবাদিক জোট শেরপুর শাখার আয়োজনে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় ওই কর্মসূচি পালিত হয়।
শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাপ্তাহিক তথ্যমালার সম্পাদক সুজিত বসাক, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, প্রথম আলো’র প্রতিনিধি সবুজ চৌধুরী, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি তাজুল ইসলাম, সাধারন সম্পাদক রবিন সরকার।
সাংবাদিক সৌরভ অধিকারী শুভ’র সঞ্চালনায় প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন শেরপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হান্নান রোকন, বাংলা দর্পণ প্রতিনিধি সাকিল মাহমুদ, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি নাহিদ হাসান রবিন, জবাবদিহি প্রতিনিধি আরিফূুজ্জামান হীরা, আজকের পত্রিকা’র প্রতিনিধি রঞ্জন কুমার দে, আনন্দ টিভি’র প্রতিনিধি বাধন কর্মকার কৃষ্ণ, দৈনিক চাঁদনী বাজার প্রতিনিধি শুভ কুন্ড, বাংলাদেশ সমাচার প্রতিনিধি সোনাতন সরকার, সাংবাদিক আসাদুজ্জামান আশা, সোলায়মান আলী বাবু প্রমুখ।
আরো পড়ুন- ধুনটে ঘুষিতেই দোকানদারের মৃত্যু, সেই ক্রেতার বিরুদ্ধে থানায় মামলা
প্রতিবাদ সভায় বক্তারা অনতিবিলম্বে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা সুলতানাকে অপসারণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান এবং অপসরণের আগ পর্যন্ত উপজেলা প্রশাসনের সকল সংবাদ পরিবেশন বর্জন করার ঘোষনা দেন সাংবাদিকরা।
উল্লেখ্য, গত শুক্রবার (০৯ ডিসেম্বর) বিকালে শেরপুরের ইউএনও সানজিদা সুলতানা উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের উচরং গ্রামে আবাদি জমির উপর বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ার নির্মাণকাজ নিয়ে অভিযোগের তদন্তকালে শতাধিক লোকজনের উপস্থিতিতে স্থানীয় সাংবাদিকদের সম্পর্কে বিরুপ মন্তব্য করেন।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন বিরূপ মন্তব্যে ক্ষুদ্ধ হয় স্থানীয় সাংবাদিকরা। সাংবাদিকতা পেশাকে হেয় প্রতিপন্নের চেষ্টা করায় ওই কর্মকর্তাকে অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুসন্ধানবার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন-