শেরপুরে কোটি টাকার জমি
শেরপুরে কোটি টাকার জমি দখলমুক্ত করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা

নাজমুস সাকিব আপেল, শেরপুর (বগুড়া) থেকে :

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর মৌজার খাস খতিয়ানভুক্ত ৩৫ শতাংশ জমি অবৈধ দখল থেকে উদ্ধার করে স্থাপনা অপসারণ করা হয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বুধবার (১৬ জুন) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সাবরিনা শারমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

কোটি টাকা মূল্যের ৩৫ শতাংশ ওই জমি আলাল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান একাত্তর ইন্টিগ্রেশন ফার্ম দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রেখেছিল বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন।

দিনব্যাপী উচ্ছেদ অভিযানে শেরপুর থানা পুলিশ, শেরপুর উপজেলা ভূমি অফিসের কানুনগো, সার্ভেয়ার, ভবানীপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সহ গ্রাম পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।