বগুড়ার শেরপুরে ৩৩৮ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার শেরপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩৩৮ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর একটি দল।

এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২১-৪২৩৭), মোবাইল এবং নগদ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন পিয়ারা (দর্গাপাড়া) এলাকার আক্কাছ আলীর ছেলে আশিক বাবু (২৪) ও একই এলাকার বাসিন্দা আলম (২৫)।

র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার সোহরাব হোসেন এতথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি গোয়েন্দা দল জানতে পারে, জয়পুরহাট থেকে ঢাকা অভিমুখে প্রাইভেট কারের মাধ্যমে একটি বড় মাদকের চালান ঢাকায় যাচ্ছে।

এই সংবাদের ভিত্তিতে বগুড়া র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল বগুড়া জেলার শেরপুর থানাধীন গাড়ীদহ বাজার বগুড়া-ঢাকা মহাসড়কের নির্মাধীন ফ্লাইওভারের উত্তর পাশের্^র সামনে পাকা রাস্তার উপর একটি বিশেষ মাদক বিরোধী চেকপোষ্ট স্থাপন করে। সোমবার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে র‌্যাবের চেকপোস্টে মাদকবাহী প্রাইভেট কারটি র‌্যাবের গোয়েন্দা জালে আটক হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য ফেন্সিডিল এর বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শেরপুর থানায় সোপর্দ করা হয়েছে।