নাজমুস সাকিব আপেল: অনুসন্ধানবার্তা: বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সানজিদা সুলতানাকে পদায়ন করা হয়েছে। রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোছাঃ নাজমুন নাহার স্বাক্ষরযুক্ত এক প্রজ্ঞাপনে সানজিদা সুলতানাকে এই পদায়নের বিষয়টি জানানো হয়।
রাজবাড়ী জেলার সন্তান সানজিদা সুলতানা ৩৪তম বিসিএস প্রশাসন ক্যাডারে যোগাদান করেন।
কর্মকালীন সময়ে সানজিদা সুলতানা রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার, নওগাঁ জেলার পত্নিতলা উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও এবং নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার পদে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন।
আরো পড়ুন- ধুনটে শিশু ধর্ষণ ও হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড
চলতি সপ্তাহে তিনি বগুড়া জেলার শেরপুর উপজেলা প্রশাসনের কার্যালয়ে যোগদান করবেন বলে জানাগেছে।