শেরপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়ার শেরপুরে শহীদ বুদ্ধিজীবি ও হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় সম্মিলিত সাংবাদিক জোটের উদ্যোগে পৌরসভা হলরুমে আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব জানে আলম খোকা।

দৈনিক মনবজমিন পত্রিকার প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে ও সাংবাদিক সৌরভ অধিকারী শুভর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ, গোপেশ চন্দ্র রায়, নরত্তম সরকার, বগুড়া জেলা পরিষদের সদস্য মোস্তাফিজার রহমান ভুট্টো, পৌর কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি, সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত বসাক,

আরো পড়ুন- ধুনটে সুবিধাবঞ্চিত দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে গরু বিতরণ

উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, প্রথম আলোর পত্রিকার প্রতিনিধি সবুজ চৌধুরী, যুগান্তর পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর ইসলাম, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি তাজুল ইসলাম, আজকের পত্রিকার প্রতিনিধি রঞ্জন কুমার দে, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আশা প্রমূখ।