সংগ্রামের মধ্য দিয়ে আবারো গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে : মেয়র বাদশা

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন, শহীদ রাষ্ট্রাপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দেওয়ার পর একাত্তর সালে দীর্ঘ নয় মাস যুদ্ধের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন। যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেছিল বাংলাদেশের মানুষ, তা অর্জন হয়নি। তাই সংগ্রামের মধ্য দিয়ে আবারো গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে।

মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে বগুড়া জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য লাভলী রহমান, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, শেখ তাহা উদ্দিন নাইন।

আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা কৃষক দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনিসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভার আগে শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোরে বগুড়ার মুক্তির ফুলবাড়ীতে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ। এছাড়া দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। শহীদ রাষ্ট্রাপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ এবং দিনব্যাপী শহীদ রাষ্ট্রাপতি জিয়াউর রহমানের ভাষণ প্রচার করা হয়।