ইমরান হোসেন ইমন, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সাঃ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনিকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার বিকালে এলাঙ্গী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এই সংবর্ধনা প্রদান করা হয়।
এছাড়া একই কমিটির নবনির্বাচিত যুগ্ন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খানকেও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এলাঙ্গী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি লিপটন মাহমুদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
এলাঙ্গী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজাফ্ফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমপি হাবিবর রহমানের পুত্রবধু রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি গোলাম সোবাহান, শফিকুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক আফসার আলী, এলাঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমএ তারেক হেলাল, ধুনট উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান পপি রানী সাহা, ধুনট উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, চিকাশী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আলেফ বাদশাহ, এলাঙ্গী ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি ছানোয়ার হোসেন রঞ্জু, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, সাংস্কৃতিক সম্পাদক রতন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমূখ।
`অনুসন্ধানবার্তা‘ চ্যানেলটি সাবক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন-