বগুড়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় এক সাংবাদিক নিহত

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার সোনাতলায় উপজেলায় মোটরসাইকেল দূর্ঘটনায় হাবিবুর রহমান (৪২) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে মোটরসাইকেলে থাকা আরও দুই সংবাদিক আহত হয়েছেন।

শনিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার উপজেলার সদর ইউনিয়নের রানীরপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাংবাদিক কাজী হাবিবুর রহমান কাবিলপুর গ্রামের বাসিন্দা এবং তিনি বগুড়া থেকে প্রকাশিত দৈনিক ‘মুক্তবার্তা’ পত্রিকার সোনাতলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়া আহতরা হলেন দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক এবং যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ।

স্থানীয়সূত্রে জানাযায়, শনিবার বিকেলে সাংবাদিক হাবিব, আব্দুর রাজ্জাক ও ফয়সাল আহমেদ একসঙ্গে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে রানীরপাড়া এলাকার মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সাংবাদিকদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে তিনজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে হাবিবুর রহমান হাবিব মারা যান। মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা তার মরদেহ বাসায় নিয়ে যান। এছাড়া আর অপর দুই জন সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

এব্যাপারে সোনাতলা থানার ওসি জালাল উদ্দিন জানান, ঘটনার পরপরই পুলিশ নিহতের বাড়িতে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থার বিষয়ে পরিবার এখনও কিছু জানায়নি। তারা অভিযোগ দিলে পুলিশ ব্যবস্থা নিবে।