ধুনটে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা: ধুনট
বগুড়ার ধুনটে আব্দুর রহিম (৬৫) নামে এক বৃদ্ধ স্বামীকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় স্ত্রী বিউটি খাতুনকে (৪০) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২৫ জুলাই) দুপুরের দিকে ধুনট থানা হাজত থেকে আসামী বিউটি খাতুনকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলা ও স্থানীয়সূূত্রে জানাযায়, গত সাত বছর আগে নিমগাছী ইউনিয়নের ধামাচামা গ্রামের দক্ষিনপাড়া এলাকার মৃত জয়নাল প্রামানিকের ছেলে আব্দুর রহিম তার প্রথম স্ত্রী রওশন আরা বেগমের মৃত্যুর পর শিয়ালী গ্রামের মৃত হাফিজুর রহমানের মেয়ে বিউটি খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই আব্দুর রহিমের সঙ্গে বিউটি খাতুনের ঝগড়া বিবাদ লেগেই থাকতো এবং তাদের উভয়ের মধ্যে মারধরের ঘটনাও ঘটতো।

রোববার দুপুর ১২টার দিকে ভাত রান্না নিয়ে আব্দুর রহিম তার স্ত্রীকে মারধর করতে থাকে। এর এক পর্যায়ে বিউটি খাতুনও তার স্বামী আব্দুর রহিমের অণ্ডকোষ জোরে চেপে ধরে। এতে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গিয়েই স্বামী আব্দুর রহিমের মৃত্যু হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, নিহতের মা বিলকিস বেগমের দায়েরকৃত মামলায় স্ত্রী বিউটি খাতুনকে আটকের পর বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।