বঙ্গবন্ধুর কন্যার নির্দেশে আওয়ামীলীগের নেতাকর্মীরা মানুষের পাশে রয়েছে : শফিক

বগুড়া প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছেন। করোনা সংক্রমন রোধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন। বিনামূল্যে টিকা প্রদান কাজ অব্যাহত রয়েছে। করোনা মহামারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণকে আশার আলো দেখিয়েছেন। সমগ্র বিশ্ব অনিশ্চয়তার মধ্য দিয়ে চলছে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যার নির্দেশে সারাদেশে আওয়ামীলীগের নেতাকর্মীরা মানুষের পাশে রয়েছে। আওয়ামী লীগ সরকার সব সময় দেশের জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ১১ টায় বগুড়া শহরের সাতমাথায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের আয়োজনে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে পথচারীদের মাঝে সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতানা রাজিয়া পান্না।

বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলতাফুর রহমান মাসুক, এম এ বাসেত, আবু সেলিম, এ্যাড. শফিকুল আলম আক্কাস, খালেকুজ্জামান রাজা, আব্দুস সালাম, আলমগীর বাদশা, নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্না, এ্যাড. লাইজন আরা লিনা, ডালিয়া নাসরিন রিক্তা, সাবেরাত মুন্নি, পিংকি সরকার নাছিরুজ্জামান টিটো, শরিফুল আলম শিপুল, সাজেদুর রহমান সিজু, নাজমূল কাদির শিপন, মাইসুল তোফায়েল কোয়েল, রাছেদুজ্জামান রাছেল, জাকারিয়া আদিল, শ্রাবণ আবেদীন সনি প্রমুখ।