কাজিপুরে আওয়ামী লীগ নেতার ওপর হামলার ঘটনায় দ্বিতীয় দিনেও তীব্র প্রতিবাদ

শাহজাহান আলী, নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা : কাজিপুর
গত ১৬ জানুয়ারি কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ সরোয়ারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় হামলাকারিদের গ্রেফতারের দাবিতে দ্বিতীয় দিনেও শতশত নারী পুরুষ বিক্ষোভ করেছে।

গান্ধাইলের শতশত নারী পুরূষ তীব্র শীত উপেক্ষা করে গান্ধাইল হাইস্কুল মাঠে অবস্থান বিক্ষোভ করেন। রাত ৭ টার দিকে সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় গান্ধাইল হাইস্কুল মাঠে এলে উপস্থিত লোকজন বিক্ষোভে ফেটে পড়েন।

পরে এমপি জয় বিক্ষুদ্ধ লোকজনকে শান্ত করে তদন্ত সাপেক্ষে হামলাকারিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন। এছাড়া এঘটনায় জড়িত কয়েকজনকে পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে বলেও জানান এমপি জয়।

এসময় এমপি জয় বলেন, সিরাজগঞ্জ জেলার নেতৃবৃন্দকে তদন্ত করে প্রকৃত অপরাধীদের শুধু দল থেকে বহিস্কার নয়, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের ব্যবস্থা করা হবে। এদিকে তার এই বক্তব্যের পরপরই উপস্থিত লোকজন শান্ত হয়ে ঘরে ফিরে যায়।