রাজশাহী ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা, রাজশাহী:
রাজশাহী ডিবির বিশেষ অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- রাজশাহী জেলার দামকুড়া থানাধীন হরিপুর নলপুকুর এলাকার শাহিন আলমের ছেলে মিলন ইসলাম (৩৫) ও গোদাগাড়ী থানাধীন আচুয়া ভাটা এলাকার ওসমান গণির স্ত্রী সুইটি বেগম (৩৪)।

জানাগেছে, বুধবার বিকেলে রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব সনাতন চক্রবর্তীর দিক নির্দেশনায় রাজশাহী ডিবির ওসি রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) মুহাম্মদ রুহুল আমিন ও এসআই (নিঃ) ইনামুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে গোদাগাড়ী থানাধীন আচুয়া ভাটা গ্রামে মাদক ক্রয়-বিক্রয়কালে ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মিলন ইসলাম ও সুইটি বেগমকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

রাজশাহী ডিবির ওসি রবিউল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।