১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

অনুসন্ধানবার্তা ডেস্ক :
আগামী ১২ সেপ্টেম্বর থেকে সারাদেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (৫ সেপ্টেম্বর) আন্ত:মন্ত্রণালয় বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, ‘আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত যে ছুটি রয়েছে তা আর বাড়ানো হবে না। সংক্রমণের হার কমতে শুরু করেছে। তাই আমরা ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবো। এ জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ডা. দীপু মনি বলেন, মাস্ক পরা ছাড়া কেউ শ্রেণিকক্ষে প্রবেশ করতে পারবে না। শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সবাইকে মাস্ক পরতে হবে। একেবারে কমবয়সী যারা, তাদের কোনো সংকট হচ্ছে কি না তা শিক্ষকদের খেয়াল রাখতে হবে।

বৈঠকের সিন্ধান্ত অনুযায়ী এসএসসি, এইচএসসি এবং পঞ্চম শ্রেণির ক্লাশ প্রতিদিন নেয়া হবে। বাকীদের সপ্তাহে একদিন ক্লাশ নেয়া হবে। এ সপ্তাহে ভিসিদের সঙ্গে বৈঠকের পর বিশ্ববিদ্যালয়ের ব্যাপরে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।