৭০ বছর পর চীনকে ম্যালেরিয়ামুক্ত ঘোষণা

অনুসন্ধানবার্তা ডেস্ক :

৭০ বছর মশাবাহিত রোগ নির্মূলের চেষ্টার পর চীনকে ম্যালেরিয়ামুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনকে ম্যালেরিয়ামুক্ত বলে প্রত্যয়ন করে।

১৯৪০ সালে দেশটিতে প্রতিবছর সংক্রামক এই রোগটির ৩০ মিলিয়ন সংক্রমণ দেখা গেছে। তবে দেশটিতে পরপর চার বছর এ রোগের আর কোনো অস্তিত্ব মেলেনি।

ডাব্লুএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস বলেন, ‘আমরা ম্যালেরিয়া থেকে মুক্তির জন্য চীনের জনগণকে অভিনন্দন জানাই।’

তাদের এ সাফল্য কঠোর প্রচেষ্টায় অর্জিত হয়েছে। কয়েক দশক ধরে লক্ষ্য হিসেবে নিয়ে টেকসই পদক্ষেপ গ্রহণের পরে তা অর্জিত হয়েছে। এই ঘোষণার মধ্য দিয়ে চীন সেই ক্রমবর্ধমান দেশগুলির দলে যোগ দিল।

যেসব দেশ কমপক্ষে টানা তিন বছর ম্যালেরিয়ামুক্ত স্থিতি সাফল্য অর্জন করেছে তারা এই প্রত্যয়নের জন্য আবেদন করতে পারে। তবে, তাদের অবশ্যই সুস্পষ্ট প্রমাণ উপস্থাপন এবং পুনরায় সংক্রমণ রোধ করার দক্ষতা প্রদর্শন করতে হবে।