স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ী বাঙ্গালী নদীর ব্রিজের নিচ থেকে একটি ওয়ান শুটারগান ও একটি দেশীয় পিস্তল অস্ত্র উদ্ধার করেছে র্যাব-১২ একটি দল।
সোমবার (৩১ মে) দুপুরে র্যাব-১২ এর বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন (জি) বিএন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রবিবার রাত সাড়ে ১১টার দিকে ধুনট উপজেলার বেড়েরবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে বিজের নীচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান ও একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো ধুনট থানায় জমা দেয়া হয়েছে। এঘটনায় আরো তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ (র্যাব) এর একটি দল অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করেছে। র্যাবের উদ্ধারকৃত অস্ত্রগুলো থানায় সংরক্ষন করা হয়েছে।