এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার কাহালুর পাইকড় ভুগোইল দাখিল মাদ্রাসার নিজস্ব অর্থায়নে নতুন ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১ জুন) উক্ত ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন পাইকড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাইকড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মিটু চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলার পাইকড় ভুগোইল দাখিল মাদ্রাসার মানেজিং কমিচির সভাপতি মো: জয়েন উদ্দিন, মাদ্রাসার সুপার আবু হাশেম, মানেজিং কমিটর সদস্য মিজানুর রহমান, ময়নুল ইসলাম বিপ্লব, ওসমান সরদার, আমিনুর রহমান, দুলাল হোসেন, আব্দুল মান্নান, রজিনা বিবি, মনোয়ারা বেগম, সিদ্দিকা আকতার প্রমূখ।